আজ কাতালান ডার্বিতে অভিষেক জাভির

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার কোচ হিসেবে সপ্তাহখানেক হলো দায়িত্ব নিয়েছেন জাভি হার্নান্দেজ। আজ এ দায়িত্বে অভিষেক ঘটবে তার। কাতালান ডার্বিতে বাংলাদেশ সময় রাত ২টায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা।

বার্সার ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় জাভি প্রিয় দলের কোচ হিসেবে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন। এমনিতে দলটা নিয়ে অনুশীলনের খুব একটা সময় পাননি। এছাড়া লিগে চরম দুঃসময় পার করা বার্সা চোটের কারণে আজ পাচ্ছে না আনসু ফাতি, মার্টিন ব্র্যাথওয়েট আর সার্জিও আগুয়েরোকে। সামান্য চোট থাকায় অনিশ্চিত সের্হিনিও দেস্ত, পেদ্রি আর ওসমান দেম্বেলেও। আর দ্বিতীয়বারের মতো সই করানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসও জানুয়ারির আগে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারছেন না। এমন পরিস্থিতিতে জাভি ইঙ্গিত দিয়েছেন, আজ একঝাঁক তরুণকে মাঠে নামাতে পারেন তিনি। 

আজ বার্সেলোনাকে চমকে দিতে পারে এস্পানিওল। ভিসেন্তে মোরেনোর দল গত মাসেই নিজেদের মাঠে ২-১ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয়। ‘আহত’ বার্সেলোনাকে হারানোর আশা তারা করতেই পারে। যদি তারা সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারে তবে জাভির অভিষেকটা মোটেও সুখকর হবে না। 

চলতি মৌসুমে ১২ ম্যাচ থেকে মাত্র ১৭ পয়েন্ট পাওয়া বার্সেলোনা এ মুহূর্তে রয়েছে টেবিলের নবম স্থানে। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ, আর সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।   



এই বিভাগের আরও খবর

আরও পড়ুন