এসকোয়ার নিটের আয় বেড়েছে ৫৫%

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের আয় চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেড়েছে। আয় বাড়ার প্রভাবে সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় প্রায় ৪৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে এসকোয়ার নিট কম্পোজিটের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এককভাবে আয় হয়েছে ২৬৫ কোটি ৭৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে এককভাব কোম্পানিটির আয় ছিল ১৭১ কোটি ৩৩ লাখ টাকা। এদিকে সাবসিডিয়ারি থেকে আয় যোগ হওয়ার সুবাদে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় কিছুটা বেড়ে ২৬৬ কোটি ১৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে মুনাফা ছিল কোটি লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে কোটি ২৭ লাখ টাকায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ পয়সায়। এককভাবে   সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৯০ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এসকোয়ার নিট কম্পোজিটের পরিচালনা পর্ষদ। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা ২০ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল টাকা ৯৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৬ জানুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং অনুসারে এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের ঋণমান ওয়ান ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের কাছে কোম্পানিটির দায়সহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৩৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩৭ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩। এর ৪৬ দশমিক ৯৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৮ দশমিক ৯১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ১৪ দশমিক ১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার এসকোয়ার নিটের শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২০ টাকা থেকে ৪৪ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন