জুলাইয়ের পর অক্টোবরে বেড়েছে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বণিক বার্তা অনলাইন

বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। মাসিক পরিসংখ্যানে দেখা যায় জুলাইয়ের পর প্রথমবারের মত অক্টোবরে বাড়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 

স্টেট অ্যাডমিনিস্টেশন অফ ফরেন এক্সচেঞ্জের (এসএএফই)  তথ্য অনুযায়ী, আগের মাসের তুলনায় অক্টোবরে দশমিক পাঁচ তিন শতাংশ বেড়ে দাঁড়ায় ৩.২১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে। এটিই বিশ্বের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 

এরআগে রয়টার্সের বিশ্লেষণে অনুমানকৃত ৩.১৯৭ ট্রিলিয়নের চেয়ে এটি বেশি। একবছর আগে ২০২০ সালের অক্টোবরে এই রিজার্ভ ছিল ৩. ১২৮ ট্রিলিয়ন ডলার। যদিও অক্টোবরে ডলার ইনডেক্সের অবনতি ঘটেছে ০.১ শতাংশ। 

আজ রোববার এসএএফই'র দেয়া বিবৃতিতে বলা হয়, কভিড-১৯ থেকে উত্তরণ ও বৈশ্বিক অর্থনীতির পুনরুত্থান অনিশ্চয়তার মধ্যেও চীনের অর্থনৈতিক অগ্রগতি চলমান রয়েছে। ব্যাপক সম্ভাবনা ও শক্ত ভিত্তির উপর এই অর্থনৈতিক পুনর্গঠনের কারণেই আরও স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 

এদিকে অক্টোবরের শেষ নাগাদ চীনের রিজার্ভে জমেছে ৬২.৬৪ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স সোনা।  যা আগের মাসের তুলনায় অপরিবর্তিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন