সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে শুরু হচ্ছে। এন ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। ট্রেডিং কোড এসকেআইসিএল

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৫ পয়সা। আইপিও-পরবর্তী কোম্পানিটির ইপিএস হবে টাকা পয়সা। আইপিও-পূর্ববর্তী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়াবে ২৩ টাকা ৬৪ পয়সা। আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় যা হবে ১৮ টাকা ১৯ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। আইপিও-পরবর্তী ইপিএস হবে ৪২ পয়সা।

আইপিওর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। কোম্পানিটির শেয়ার বরাদ্দ চলে বছরের অক্টোবর পর্যন্ত। সাবস্ক্রিপশন শেষে সাধারণ বিনিয়োগকারীরা তাদের ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ১৯টি শেয়ার বরাদ্দ পায়। প্রবাসী বিনিয়োগকারীরা ৩৩টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন