টানা চার কার্যদিবস দরপতন

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের শুরু থেকেই টানা দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। গতকাল পর্যন্ত টানা চার কার্যদিবস পয়েন্ট হারিয়েছে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন দশমিক ৮১ শতাংশ কমেছে। পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমার কারণে দৈনিক গড় লেনদেনও কমেছে প্রায় ১১ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনের শুরুতেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে ২০ মিনিট পর থেকেই নিম্নমুখিতা দেখা যায় পুঁজিবাজারে। মাঝে কিছুটা উত্থান-পতন দেখা যায়। শেষ পর্যন্ত শেয়ার বিক্রির চাপে গতকাল দিনশেষে ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৯৫৪ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জিপিএইচ ইস্পাতের শেয়ারের।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে পয়েন্ট কমে হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৪৬৮ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২০ পয়েন্ট কমে গতকাল হাজার ৫৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৬০৬ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ১৫৪ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ২৯৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৬টির আর অপরিবর্তিত ছিল ৪০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৩১ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ১৩ দশমিক ৪৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ রসায়ন খাত। ১০ দশমিক ৯০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক খাত। এছাড়া প্রকৌশল খাতের দখলে ছিল দশমিক শূন্য শতাংশ।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, কাট্টলী টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, আলিফ ম্যানুফ্যাকচারিং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

সমাপনী দরের ভিত্তিতে গতকাল ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজ ছিল বিডি ল্যাম্পস, জেমিনি সি ফুড, ফার্মা এইডস, কাট্টলী টেক্সটাইল, ঢাকা ডাইং, ন্যাশনাল ফিড মিল, আনলিমা ইয়ার্ন, দেশ গার্মেন্টস, এমবি ফার্মা লিবরা ইনফিউশন।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং, শাহজিবাজার পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, ফারইস্ট ফাইন্যান্স, প্রাইম টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং জুট স্পিনার্স।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন