শিল্প পুরস্কার-২০২০ পাচ্ছে ২৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

শিল্পোদ্যোক্তা শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ প্রদানের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। চলতি বছর পুরস্কার পাচ্ছে ২৩ প্রতিষ্ঠান। আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল এক সংবাদ সম্মেলনে ব্যাপারে জানান শিল্পমন্ত্রী। সময় আরো উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

শিল্পমন্ত্রী বলেন, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এটি আলোকিত শিল্পোদ্যোক্তাদের পণ্য বহুমুখীকরণ, আমদানির বিকল্প পণ্য উৎপাদন শিল্প খাতে সৃজনশীলতার বিকাশে উৎসাহিত করবে।

মন্ত্রী আরো জানান, প্রতি বছর পুরস্কার শিল্প ক্ষেত্রে অবদান বিবেচনায় বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, হাই-টেক, হস্ত কারু এবং কুটির শিল্পে জড়িত নির্বাচিত উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে প্রদান করা হবে। প্রত্যেক বিভাগে তিনজন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান পুরস্কার পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন