খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, আটক ৪

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনার কয়রায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে চারজনকে।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, নিহত রাজমিস্ত্রি হাবিবুল্লাহ গাজীর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার রাতে কয়রা থানায় মামলাটি করেন।

ওসি বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরো জানান, দরিদ্র ওই পরিবারের বাড়ি থেকে লুট করার মতো তেমন কোনো মালপত্র নেই। ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার সকালে উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ তার স্ত্রী বিউটি এবং তাদের কন্যা টুনির মরদেহ ভেসে ওঠে পুকুরে। তিনজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন