সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান

পুঁজিবাজার বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পুঁজিবাজার করোনাকালে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। বাজারে বিনিয়োগ অত্যন্ত আকর্ষণীয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি গতকাল যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আইএমওর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। সঞ্চালক হিসেবে ছিলেন এমএসএলের সিনিয়র ডিরেক্টর টিম ফ্যালেন।

সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতি পুঁজিবাজারের সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হবে। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। এজন্য প্রচুর বিনিয়োগ দরকার। এরই মধ্যে দুবাইয়ে রোড শো আয়োজনের পর সেখান থেকে বড় অংকের বিনিয়োগের প্রস্তাব এসেছে। তাই বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে হলে বদলে যাওয়া নতুন বাংলাদেশকে বিদেশীদের কাছে ব্র্যান্ডিং করতে হবে বলে জানান তিনি।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের পুঁজিবাজার সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। আমাদের বন্ডের রিটার্নও আকর্ষণীয়। তাই অনিবাসী বাংলাদেশীসহ যুক্তরাজ্যের স্থানীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে আমরা রোড শো করতে যাচ্ছি।

বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, পাট পাটজাত পণ্য বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। খাতে বিদেশীরা বিনিয়োগ করতে পারে।

সাঈদা মুনা তাসনিম বলেন, আমাদের নতুন বিনিয়োগ প্রয়োজন। দেশের ইলেকট্রিক ট্রেন, জাহাজ নির্মাণ, প্রতিরক্ষাসহ সেবা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন