কভিডের টিকা পাবে পাঁচ বছরের বেশি বয়সী শিশুরাও

বণিক বার্তা অনলাইন

কভিড-১৯ প্রতিরোধী টিকা পেতে যাচ্ছে পাঁচ বছরের বেশি বয়সী শিশুরাও। মার্কিন সরকারের একটি প্যানেল পাঁচ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা সমর্থন দিয়েছেন।

এর আগে ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের কভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

গত মাসে ফাইজার/বায়োএনটেক জানিয়েছিল, ট্রায়ালের তথ্য অনুযায়ী এই বয়সী শিশুদের জন্য সংস্থাটির কভিড-১৯ টিকা নিরাপদ।

এখন কেবল মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাস(এফডিএ) এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অনুমোদনের অপেক্ষা। ধারণা করা হচ্ছে, আগামী ২ নভেম্বরের মধ্যেই এসব অনুমোদন সম্পন্ন হয়ে যাবে। এর দিন থেকেই শুরু হবে টিকাদান কার্যক্রম।

এছাড়া মডার্নাও ৬ থেকে ১১ বছর বয়সীদের পর চালানো একটি ট্রায়ালের তথ্য নিয়ন্ত্রকদের কাছে উপস্থাপন করবে বলে জানিয়েছে। সেখানেও টিকা প্রয়োগে শিশুদের রোগ-প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে,কভিডে সংক্রমিত হয়ে দেশটির পাঁচ থেকে ১১ বছর বয়সী ১৬০ জন শিশু মৃত্যুবরণ করেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন