ইকুয়েডরে অলিম্পিক দৌড়বিদকে গুলি করে হত্যা

বণিক বার্তা অনলাইন

লন্ডন অলিম্পিকে ইকুয়েডরের প্রতিনিধিত্ব করা দৌড়বিদ অ্যালেক্স কুইনোনেজের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে

দেশটির বন্দরনগরী গুয়াকুইল হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ইকুয়েডরের প্রেসিডেন্ট হত্যায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে ৩২ বছর বয়সী কুইনোনেজসহ দুজনের মরদেহ করা হয় দেশটির ক্রীড়া মন্ত্রণালয় খবরের নিশ্চিত করে টুইটার বার্তা দিয়েছে এতে বলা হয়, আমরা দেশ সেরা একজন দৌড়বিদকে হারালাম যিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন দেশের সেরা এই দৌড়বিদের জন্য অতল শ্রদ্ধা

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লাসো হত্যায় জড়িদের বিচাররে মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেয়া বার্তায় তিনি বলেন, যে ব্যক্তিই কোনো ইকুয়েডোরিয়ানের জীবন কেড়ে নেবে সে শাস্তির বাইরে থাকতে পারবে না আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিচার করবো

২০০ মিটার দৌড়ে ইকুয়েডরের রেকর্ড সেরা টাইমিং ১৯ দশমিক আট সাত সেকেন্ড অ্যালেক্স কুইনোনেজের ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনাল রাউন্ডে অংশ নেন সেমিফাইনালে সপ্তম হয়েছিলেন কাতারে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়ানশিপ ২০১৯ প্রতিযোগিতায় কুইনোনেজ ইকুয়েডরের হয়ে ব্রোঞ্জ পদক জেতেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন