উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা অনলাইন

উস্কানিমূলক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা ছেড়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিকরা আশা করেন কোনো পূব শর্ত ছাড়াই আলোচনায় বসতে সম্মত হবে পিয়ংইয়ং।

শীর্ষ কূটনীতিকের বরাত দিয়ে  সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়,  যুক্তরাষ্ট্র আশা করে উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা নিরীক্ষার সমাপ্তি টানবে এবং পুনরায় দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসবে।

উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন কূটনীতিক সুং কিম রোববার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল পরীক্ষা, বিশেষ করে দুই বছরে প্রথম পানির অভ্যন্তরে ব্যালাস্টিক মিসাইল উৎেক্ষেপণ প্রসঙ্গে তিনি একথা বলেন।

উত্তর কোরিয়ার নতুন নতুন অস্ত্রের পরীক্ষা ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক অচলবাস্থা তৈরি করেছে।

সুং কিম বলেন, আমরা উত্তর কোরিয়াকে উসকানিমূলক ও সবধরনের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের আহবান জানাই। সেসঙ্গে উত্তর কোরিয়াকে আহবান জানাই শর্তবিহীন আলোচনার টেবিলে বসার। তিনি উল্লেখ করেন, তারা উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন।

গত ১৯ অক্টোবর উত্তর কোরিয়া সাবমেরিন থেকে নতুন উদ্ভাবিত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায়। এটি কয়েক সপ্তাহের ব্যবধানের ৫ম অস্ত্রের পরীক্ষা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন