পাকিস্তান-ভারত দ্বৈরথ আজ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে প্রতীক্ষিত, সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথটা হয়ে থাকে ভারত পাকিস্তানের মধ্যে। চলতি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে উত্তাপ ছড়ানো ম্যাচটি।

টি২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই দলের অধিনায়ক বিরাট কোহলি আর বাবর আজম আজ অভিন্ন লক্ষ্য নিয়েই হয়তো দুবাইয়ে টস করতে নামবেন। দিন শেষে হাসবেন একজন। কিন্তু কে হাসবেন, তা নিয়ে হয়তো অধিকাংশ মানুষই কোহলির পক্ষে বাজি ধরতে রাজি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের অবিশ্বাস্য রেকর্ডই এর পেছনের কারণ। বিশ্বকাপে (ওয়ানডে কিংবা টি২০) কখনই ভারতকে হারানোর সুখানুভূতি পায়নি পাকিস্তান। টানা ১২ ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তানিরা।

মোহালিতে ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর বৈশ্বিক আসরে পাঁচ ম্যাচে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারিয়েছে ভারত: আট উইকেটে, সাত উইকেটে, ৭৬ রানে, ছয় উইকেটে ৮৯ রানে। এসব ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয়রা দাপট দেখায়। এছাড়া টি২০ বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত, যা যুগ্মভাবে রেকর্ড।

টি২০ ক্রিকেটে আটবারের মুখোমুখিতে সাতবারই জিতেছে ভারত। মুহূর্তে কোহলির দল রয়েছে দুর্দান্ত ফর্মে। প্রস্তুতি ম্যাচে তারা হারিয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে। আবার সদ্য সমাপ্ত আইপিএল ভারতীয় ক্রিকেটারদের ছন্দে রেখেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন