৩৮ বছরের পথচলায় অ্যাকশনএইড বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

অ্যাকশনএইড বাংলাদেশের ৩৮ বছরের পথচলা নিয়ে গতকাল রাজধানীর বনানী এলাকার একটি হোটেলে অ্যাক্ট অন এইড শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রতিষ্ঠানের গৌরবময় ৩৮ বছরের পথচলায় গৃহীত কর্মসূচি, বিশেষ উদ্যোগ সাফল্যের গল্প তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনে দর্শনার্থীরা অ্যাকশনএইড বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার কর্মসূচি, বিশেষ উদ্যোগ পদক্ষেপগুলো, সাফল্যের গল্প ছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সম্যক ধারণা লাভ করেন। 

প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ইউএনওয়াইএসএবির কো-চেয়ার নাহিম রাজ্জাক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) নির্বাহী পরিচালক . সেলিম রায়হান, দৈনিক ইত্তেফাকের প্রকাশক নির্বাহী পরিচালক তারিন হোসেন, নারী উন্নয়ন সংস্থা বিন্দুর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, সামাজিক উদ্যোক্তা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমান, রিডিকুলাস ফিউচারের এডুকেটর, ফিউচারিস্ট এবং স্টোরিটেলার শাকিল আহমেদ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার।

অ্যাকশনএইড ফেডারেশনের সহযোগী সদস্য অ্যাকশনএইড বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন