বিরামপুরে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বারসহ গোলজার রহমান (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত গোলজার রহমান বিরামপুর উপজেলার কাটলা এলাকার বাঁশিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান, বিরামপুরের কাটলা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তের কাটলা বাজার এলাকায় অবস্থান নেয়। সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজার রহমান স্বর্ণের বারগুলো পাশে থাকা সমিলের ভেতরে কাঠের গুঁড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে সেই কাঠের গুঁড়ির নিচ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৭৯ ভরি ১৪ আনা। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন