হারমনি ওএসের গ্রাহক ১৫ কোটি ছাড়িয়েছে

বণিক বার্তা ডেস্ক

হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমনি ওএস সংবলিত ডিভাইসের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি শুরু হওয়া হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্স ২০২১- তথ্য নিশ্চিত করেন চীনা প্রযুক্তি জায়ান্টটির নির্বাহী পরিচালক রিচার্ড ইয়ু। খবর গিজমোচায়না।

চলতি ডেভেলপার কনফারেন্সে হুয়াওয়ে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম হারমনি ওএস উন্মোচন করেছে। নতুন সফটওয়্যারটি ডেভেলপাররা পরীক্ষা করে দেখতে পারবেন। ২২ অক্টোবর শুরু হওয়া সম্মেলনটি ২৪ অক্টোবর শেষ হবে। এতে হারমনি ওএসের পাশাপাশি স্মার্ট হোম, স্মার্ট অফিস, এইচএমএমএস কোর অন্যান্য প্রযুক্তি উন্মোচন করছে হুয়াওয়ে।

বর্তমানে যে ১৫ কোটি ডিভাইসে হারমনি ওএস ব্যবহূত হয়েছে তার মধ্যে রয়েছে মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ ইন্টারনেট অব থিংস (আইওটি) বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ সহযোগিতার কথা মাথায় নিয়ে অপারেটিং সিস্টেমটি ডিজাইন করা হয়েছে। রিচার্ড ইয়ু জানান, চলতি বছরের শেষ নাগাদ ২০ কোটি ডিভাইসে হারমনি ওএস ব্যবহূত হবে।

মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নিজস্ব অপারেটিং সিস্টেমের প্রতি জোর দেয় হুয়াওয়ে। চীনা প্রযুক্তি জায়ান্টটির স্মার্টফোন খাত বিপর্যয়ের মুখে পড়লেও বিভিন্ন সফটওয়্যার প্লাটফর্মের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে তারা।

চীনের বাইরে ১৭০টি দেশে হারমনি ওএস সফটওয়্যার ব্যবহারকারীর সংখ্যা ৫১ লাখে দাঁড়িয়েছে। হংমেং ওএস উন্নয়নে ১৭টি বিশ্ববিদ্যালয়ের ৪৩৬ জনেরও বেশি শিক্ষকের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন