চলতি মৌসুমে মিসরে গম ও ভুট্টার উৎপাদন বাড়বে

বণিক বার্তা ডেস্ক

চলতি মৌসুমে মিসরে গম ভুট্টার উৎপাদন বৃদ্ধি পেতে পারে। ২০২১-২২ মৌসুমে দেশটিতে গমের উৎপাদন দশমিক শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সময়ে দেশটিতে ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৭৪ লাখ ৪০ হাজার টন, যা গত ২০২০-২১ মৌসুমের তুলনায় ১৬ দশমিক ২৫ শতাংশ বেশি। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি পরিষেবা বিভাগের দেয়া তথ্য অনুযায়ী এমনটা জানা যায়। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

চলতি মৌসুমে মিসরের ১৪ লাখ হেক্টর কৃষিক্ষেত্রে উৎপাদিত গমের পরিমাণ ৯০ লাখ টনে দাঁড়াতে পারে বলে জানায় ইউএসডিএ। একই সময়ে দেশটিতে গম আমদানির পরিমাণও বৃদ্ধি পাবে বলে জানায় সংস্থাটি। চলতি মৌসুমে মিসরের গম আমদানির পরিমাণ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে কোটি ২৪ লাখ টনে দাঁড়াতে পারে। আমদানীকৃত গমের অধিকাংশই আসবে মিসরের বৃহৎ সরবরাহকারী দেশ রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন অঞ্চল থেকে।

অন্যদিকে ভুট্টার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চলতি মৌসুমে দেশটিতে খাদ্যশস্যটির আমদানির পরিমাণ হ্রাস পাবে বলে জানায় ইউএসডিএ। সংস্থাটি জানায়, ২০২১-২২ মৌসুমে মিসরে ভুট্টা আমদানির পরিমাণ দশমিক শতাংশ কমে ৯৩ লাখ টনে দাঁড়াবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন