যুক্তরাষ্ট্রে কোল্ড ফিনিশড বারের আমদানি বেড়েছে ৫১ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে কোল্ড ফিনিশড বার আমদানির পরিমাণ ৫১ দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে। সময় দেশটিতে কোল্ড ফিনিশড বার আমদানির পরিমাণ ছিল ১২ হাজার ১৭০ টন, যা জুলাইয়ের চেয়ে ৫১ দশমিক এবং গত বছরের একই সময়ের তুলনায় ৫৮ দশমিক শতাংশ বেশি। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া এক তথ্যে এমনটা জানা যায়। খবর স্টিল অরবিস ডটকম।

আগস্টে যুক্তরাষ্ট্রে আমদানীকৃত কোল্ড ফিনিশড বারের মূল্য দাঁড়ায় কোটি ৮৬ লাখ ডলার। জুলাইয়ে পণ্যটির আমদানীকৃত পরিমাণের মূল্য ছিল কোটি ৩৩ লাখ ডলার গত বছরের একই সময়ে আমদানীকৃত কোল্ড ফিনিশড বারের মূল্য ছিল কোটি লাখ ডলার।

যুক্তরাষ্ট্রে আমদানীকৃত কোল্ড ফিনিশড বারের শীর্ষ সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান করছে কানাডা। আগস্টে কানাডা থেকে মোট হাজার ৪১২ টন কোল্ড ফিনিশড বার আমদানি করে যুক্তরাষ্ট্র। জুলাইয়ে কানাডা থেকে পণ্যটির মোট আমদানির পরিমাণ হাজার ১৪৬ টন গত বছরের একই সময়ে পণ্যটির আমদানির পরিমাণ হাজার ৯৯৭ টন।

আগস্টে ইতালি থেকে হাজার ৯৩৪, স্পেন থেকে হাজার ৬৬৮, জার্মানি থেকে হাজার ৫৮২ এবং চীন থেকে হাজার ৩৮১ টন কোল্ড ফিনিশড বার আমদানি করে যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন