তৃতীয় প্রান্তিকে মুনাফায় আমেরিকান ও সাউথওয়েস্ট

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা পেয়েছে আমেরিকান সাউথওয়েস্ট এয়ারলাইনস। এক্ষেত্রে কভিডজনিত ফেডারেল প্রণোদনা সহায়তা করেছে বলে জানিয়েছে মার্কিন দুই উড়োজাহাজ পরিবহন সংস্থা। তবে জেট জ্বালানি কর্মীদের পেছনে উচ্চ ব্যয় চতুর্থ প্রান্তিকের মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছে সংস্থাগুলো।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বছরের বাকি সময়ে মুনাফা হারাবে বলে পূর্বাভাস দিয়েছে সাউথওয়েস্ট। পাশাপাশি উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো এখনো ব্যবসায়িক ভ্রমণ বৃদ্ধির অপেক্ষা করছে। এটি তাদের অত্যন্ত লাভজনক একটি অংশ। এয়ারলাইনসগুলো আশা করছে, পুনরায় অফিস খোলার পর ব্যবসায়িক ভ্রমণ পুরোদমে শুরু হবে।

কর্মীদের বেতন বাবদ প্রায় ১০০ কোটি ডলার ফেডারেল প্রণোদনা পেয়েছে আমেরিকান এয়ারলাইনস। পাশাপাশি তৃতীয় প্রান্তিকে সংস্থাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৭ কোটি ডলার, যা দুই বছর আগের তুলনায় ২৫ শতাংশ কম। চতুর্থ প্রান্তিকের আয় ২০১৯ সালের তুলনায় ২০ শতাংশ কম হবে বলেও আশা করছে সংস্থাটি।

এদিকে ৭৬ কোটি ৩০ লাখ ডলার ফেডারেল সহায়তা পাওয়ার পর ৪৪ লাখ ৬০ হাজার মুনাফার কথা জানিয়েছে সাউথওয়েস্ট। জুলাই থেকে সেপ্টেম্বরে সংস্থাটির আয়ের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ডলার। ফেডারেল সহায়তা ছাড়া দুই এয়ারলাইনসই লোকসানে পড়ত বলে ফ্যাক্টসেটের জরিপে উঠে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন