ইত্যাদি এবার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়

ফিচার প্রতিবেদক

আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে বিনোদনভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সবসময় ইত্যাদি একযোগে বিটিভি বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্প্রচারের কারণে শুধু বিটিভি ওয়ার্ল্ডেই অনুষ্ঠানটি প্রচারিত হবে। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়। এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। অস্তিত্বের টানে মানুষের নিজের শিকড় খোঁজার ওপর রচিত একটি গান গেয়েছেন নিজ নিজ ক্ষেত্রে দুই ধারার দুই সফল শিল্পী কুমার বিশ্বজিৎ চিশতী বাউল। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। সোনারগাঁর ইতিহাসগাথা কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা আরেকটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

এবারের ইত্যাদিতে নারায়ণগঞ্জ সোনারগাঁর ইতিহাস, ঐতিহ্য এবং লোক কারুশিল্প ফাউন্ডেশনের ওপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। সোনারগাঁয় নদীতে ভাসমান বেদে পরিবার, চর্মকার, চরাশ্রয়ী জেলেদের ওপর রয়েছে শিক্ষামূলক প্রতিবেদন।

যথারীতি ইত্যাদির রচনা, পরিচালনা উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন