এক মাসে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক

এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৮৫-১৯০ টাকায়, যা গত মাসে বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়। একই সময় সোনালি মুরগির দাম কেজিতে ৯০ টাকা বেড়েছে। গতকাল সোনালি মুরগিপ্রতি কেজি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হয়, যা গত মাসে ছিল ২৪০-২৬০ টাকা। তবে লাল লেয়ার মুরগির দাম খুব বাড়েনি। গত মাসের চেয়ে ১০ টাকার মতো বেড়ে এখন বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।

রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। মানভেদে এক কেজি গাজর ১০০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে। শীতের আগাম সবজি শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। ছোট ফুলকপি বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়।

এছাড়া চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, পটোল, করলার দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। করলার কেজি ৬০-৮০, চিচিঙ্গা ৫০-৬০, পটোল ৫০-৬০, ঢেঁড়শ ৪০-৬০, বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকলার হালি ৩০-৩৫, লালশাকের আঁটি ১০-২০, মুলাশাকের আঁটি ১৫-২০, কলমিশাকের আঁটি -১০ টাকা বিক্রি হচ্ছে। এগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৭০-৬৫ টাকায় নেমে আসে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে আরো টাকা কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি সয়াবিন খোলা তেল ১৩৫-১৪০ বোতলজাত তেল ১৫৫-১৬০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে কেজিপ্রতি টাকা বাড়িয়েও নাগাল টেনে ধরা যাচ্ছে না ভোজ্যতেলের।

মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছের কেজি ২৮০ থেকে ৩৮০, মৃগেল ২৫০-৩৫০, তেলাপিয়া ১৬০-১৮০, পাবদা ৪৫০-৬০০ আর পাঙ্গাশ ১২০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন