ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া

ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোহাম্মদ সুজন, চালকের সহকারী মাদারীপুর জেলার গোবিন্দপুরের বাসিন্দা শামীম হাসান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট শাঙ্খ আলমপুর সন্ন্যাসীতলা গ্রামের শহিদুল ইসলাম। 

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সময় ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া নামক স্থানে বাগদাদ কনভেনশন সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তন্তর এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে আব্দুল ওয়াহেদ (৩৭) হাবিবা (১৩ মাস) নামের এক শিশুসহ দুজন নিহত হয়েছে। ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন স্মৃতি বেগম (৩০), ওয়াফি (), তামিমা (১৩), রোকসান (৩৮)   ফারুমা (১০)

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় ঘটনা ঘটে।

নিহত আবদুল ওয়াহেদ ভূঁইয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের ওদুদ ভূঁইয়ার ছেলে শিশু হাবিবা বিটঘর গ্রামের ওমর ফারুকের মেয়ে।

আবদুল ওয়াহেদ ইসলামপুর পলিটেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞানের জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কসবার কায়েমপুর ইউনিয়নের নয়নপুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আখাউড়ার তন্তর এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন