অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন বেড়েছে। সেপ্টেম্বরে বিশ্বজুড়ে সব মিলিয়ে ৫৫ লাখ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন হয়। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ব্যবহারকারী দেশ চীন। আইএআই জানায়, গত মাসে দেশটির উৎপাদন দাঁড়িয়েছে ৩১ লাখ ৮৩ হাজার টনে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের দেয়া তথ্য বলছে, দেশটিতে অ্যালুমিনিয়াম উৎপাদন টানা পাঁচ মাসের মতো কমেছে। মূলত স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ সংকট দেশটির শিল্প উৎপাদন খাতকে পঙ্গু করে তুলেছে। কারণে কমছে অ্যালুমিনিয়াম উৎপাদন।

প্রতিষ্ঠানটি বলছে, আগস্টে চীনে ৩১ লাখ ৫৫ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়। সেপ্টেম্বরে উৎপাদন দশমিক শতাংশ কমে ৩০ লাখ ৮০ হাজার টনে নেমে যায়।

এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে  দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন