এফডিআই বাড়াতে ভার্চুয়াল লাইসেন্স উন্মোচন আবুধাবির

বণিক বার্তা ডেস্ক

ভার্চুয়াল লাইসেন্স উন্মোচন করেছে আবুধাবি। বিদেশী বিনিয়োগপ্রবাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অঞ্চলটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগ (এডিডিইডি) বলেছে, পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য আরো বেশি সুযোগ করে দিয়েছে। বিশ্বের যেকোনো স্থান থেকে এবং রেসিডেন্সের বাধ্যবাধকতা ছাড়াই বিদেশীরা এখন আমিরাতে ব্যবসা করার জন্য লাইসেন্স পাবেন।

এডিডিইডির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল শোরফা বলেন, সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) বাড়াতে ভার্চুয়াল লাইসেন্স চালু করা হয়েছে। এটি ইউএই সরকারের আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য সক্ষম করার প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আবুধাবি সরকার ১৩টি অর্থনৈতিক খাতকে অন্তর্ভুক্ত করে ভার্চুয়াল লাইসেন্সটি চালু করেছে। এর মধ্যে রয়েছে কৃষি, উৎপাদন, মেরামত, চুক্তি, রক্ষণাবেক্ষণ, স্থাপনা, খুচরা বাণিজ্য, পরিবহন, পরিষেবা, লিজিং পরিষেবা, স্বাস্থ্য, বিনোদন ইভেন্ট সংস্থা ব্যবস্থাপনা এবং সরবরাহ, পাইকারি, আমদানি রফতানি।

২০১৯ সালে অঞ্চলের প্রথমবারের মতো দুবাই ভার্চুয়াল কোম্পানি লাইসেন্স চালু করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন