দু’দিন পর হিলি রেলস্টেশন চালু

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দু’দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন। জনবল সংকটের কারণ দেখিয়ে বুধবার ২০ অক্টোবর ‘ক্লোজ ডাউন’ ঘোষণা করে কর্তৃপক্ষ। শুক্রবার ২২ অক্টোবর সকাল থেকে আবারও স্বাভাবিক হয় কার্যক্রম।

স্টেশনটি চালু হওয়ায় ও প্লাটফর্মে ট্রেন দাঁড়ানোয় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এদিকে, নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের গুরুত্ব দেওয়া এবং ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতীর দীর্ঘ দিনের দাবি জনপ্রতিনিধি ও স্থানীয়দের।

হিলি রেলস্টেশনের দায়ীত্বে নিয়োজিত চুক্তিভিত্তিক মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, স্টেশন ‘ক্লোজ ডাউন’ ঘোষনার সাথে আমার চুক্তিও বাতিলের কথা জানায় কর্তপক্ষ। এরপর স্টপেজকৃত ট্রেনগুলো প্লাটফর্মে না দাঁড়িয়ে ২নং লাইনে দাঁড়ানো শুরু করে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে আমাকে আবারও কাজে যোগ দিতে বলে। সে মোতাবেক আমি যোগ দিয়েছি।’

রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব বলেন,‘নিয়ম অনুযায়ী স্থায়ী জনবল নিয়োগের শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনের মতো হিলি রেলস্টেশনের আধুনিকায়ন হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন