তিন প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমেছে ৩.৩২ %

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮৯ পয়সা। সেই হিসাবে ইপিএস কমেছে ৬৬ পয়সা বা দশমিক ৩২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তৃতীয় প্রান্তিকে আর্থিক ফলাফল সম্পর্কে গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক সম্প্রসারণ নতুন স্পেকট্রাম সংযুক্ত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের বাজার পরিচালন পদ্ধতি গ্রাহকদের সুবিধা অনুযায়ী অফার প্রদানের ফলে গ্রাহকরা গ্রামীণফোনকে তাদের পছন্দের নেটওয়ার্ক হিসেবে বেছে নিচ্ছেন। তৃতীয় প্রান্তিকে আমাদের নেটওয়ার্কে ২৪ লাখ ডাটা ব্যবহারকারী যুক্ত হয়েছেন, ফলে ডাটা ব্যবহারকারীর বছরপ্রতি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশমিক শতাংশে। পাশাপাশি গ্রাহকদের কাছে ভয়েস ডাটা বান্ডেল প্যাক নিয়ে আসার দিকে মনোনিবেশ করার মাধ্যমে আমরা গ্রাহকদের মধ্যে ভয়েস ব্যবহারকারী থেকে ডাটা ব্যবহারকারীতে রূপান্তরের উচ্চহার লক্ষ করেছি।

সময়ে ফোরজি ডাটা ব্যবহারকারী রূপান্তরের হার বছরপ্রতি ৫৫ শতাংশে বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন