সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে তিনজন, টাঙ্গাইলের কালিহাতীতে দুজন সাতক্ষীরার তালা উপজেলায় একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: জেলার ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার গতকাল এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ইউটার্ন নেয়ার সময় পোশাক শ্রমিকবাহী লেগুনাতে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হন। ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হন। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশনের সামনে ঘটনা ঘটে। নিহতরা হলেন ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) একই এলাকার আলাল উদ্দিনের মেয়ে রিমা (২০)

অন্যদিকে গতকাল বেলা ১টার দিকে ত্রিশাল উপজেলার বাগান রাগামারা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। তার বাড়ি ত্রিশালের আউলটিয়া গ্রামে।

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি নং সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে রোমানিয়া প্রবাসী সোহেল রানা (২৩) হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)

স্বজন পুলিশ সূত্রে জানা যায়, দুই বন্ধু সোহেল রফিকুল মিলে এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে বের হন। পথে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি নং সেতুর কাছে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। গতকাল বেলা ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটার শাকদহ নামক স্থানে দুর্ঘটনা ঘটে। সময় বাসচালকের সহকারী সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আব্দুস সালাম সর্দারের ছেলে জাহিদুল ইসলাম রানা (৩০) ঘটনাস্থলে মারা যান। পাটকেলঘাটা থানার উপপুলিশ পরিদর্শক জিয়ারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন