উইন্ডোজ ১১তে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট চালু

বণিক বার্তা ডেস্ক

উইন্ডোজ ১১ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট চালু করেছে মাইক্রোসফট। ইন্টেল, এএমডি কোয়ালকমের প্রসেসর ব্যবহারকারীরা এখন উইন্ডোজ ১১-তে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবেন। খবর আইএএনএস।

উইন্ডোজ ১১-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট চালু করা হয়নি। তবে এখন উইন্ডোজ ইনসাইডারের ব্যবহারকারীরা উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমসংবলিত কম্পিউটারে পরীক্ষামূলক অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, এখন একজন ব্যবহারকারী অ্যাকশন সেন্টারে অ্যান্ড্রয়েড অ্যাপসের নোটিফিকেশন দেখতে পারবেন অথবা উইন্ডোজ অ্যাপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে আপনার ক্লিপবোর্ড শেয়ার করতে পারবেন। এসব অ্যাপের মধ্যে লর্ডস মোবাইল, জুনস জার্নি, কয়েস মাস্টারের মতো মোবাইল গেমও এবং কিন্ডল অ্যাপের মতো রিডিং অ্যাপ্লিকেশনও রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন