ব্রাজিল থেকে সয়াবিন আমদানি কমিয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

হারিকেন আইডার কারণে যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় চীন। কিন্তু সেপ্টেম্বরে দেশটি থেকে আমদানি ১৮ শতাংশ কমেছে। মাড়াইস্বল্পতার কারণে চাহিদা কমে যাওয়ায় আমদানিতে নেতিবাচক প্রভাব পড়ে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস তথ্য জানিয়েছে।

চীন বিশ্বের শীর্ষ সয়াবিন ক্রেতা দেশ। শুল্ক বিভাগের তথ্য বলছে, গত মাসে দেশটি ব্রাজিল থেকে ৫৯ লাখ ৩৬ হাজার টন সয়াবিন কেনে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৭২ লাখ ৫০ হাজার টন।

শূকর পালন খাতে সয়াবিনের চাহিদা বাড়ায় শীর্ষ সরবরাহকারী ব্রাজিল থেকে গত বছর সয়াবিন ক্রয় শুরু করেন চীনের মাড়াইকারীরা। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে শূকরের মাংসের দাম কমে যাওয়ায় সয়াবিন ক্রয় কমিয়ে এনেছেন তারা।

এদিকে হারিকেন আইডায় ক্ষতির পর যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমতে শুরু করে। নিম্নমুখিতা অব্যাহত আছে। গত মাসে দেশটি থেকে চীন লাখ ৬৯ হাজার ৪৩৯ টন সয়াবিন ক্রয় করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন