কলম্বাস আমেরিকা পৌঁছার একশো বছর আগে থেকেই ভাইকিংসদের বসবাস!

বণিক বার্তা অনলাইন

উত্তর আমেরিকায় এক হাজার বছর আগে থেকেই ভাইকিংসদের বসবাস ছিল। নতুন এক গবেষণায় উঠে আসা তথ্য বলছে, ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা পৌঁছার অন্তত একশো বছর আগে থেকেই ভাইকিংসদের বসতির প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, নতুন ধরণের তারিখ নির্ধারণ কৌশল অনুসারে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে ভাইকিংসদের উপস্থিতি পাওয়া গেছে ১০২১ সালে। প্রচলিত রয়েছে যে, ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেয়ার আগেই ইউরোপিয়ানরা প্রথম আমেরিকায় পৌঁছায়। তবে সেটার সুনির্দিষ্ট কোনো দিন তারিখ জানা ছিল না। এবার প্রথমবারের মত ভাইকিংসদের বসবাসের নির্দিষ্ট তারিখ জানা সম্ভব হলো।

জার্নাল নেচারের প্রবন্ধের সূত্র ধরে বিবিসি জানায়, গাছের তিন টুকরা কাঠ থেকে রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে তারিখ জানা সম্ভব হয়। এসব গাছ ভূপাতিত করার সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয় ১০২১ সালে। গবেষণা বলছে, এটা পরিস্কার প্রমাণ যে নমুনা হিসাবে নেওয়া এসব কাঠ ধাতব বস্তু দ্বারা পরিবর্তিত।

এলআনসে অক্স মিডোজ হলো ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান। এটি নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের সবচেয়ে উত্তরের প্রান্ত যেখানে উত্তর আমেরিকায় ভাইকিংসদের বসতির সবচেয়ে প্রথম এবং একমাত্র প্রমাণ পাওয়া যায়। যা নতুন পৃথিবীতে ইউরোপিয়ানদের প্রাচীন বসতিরও প্রমাণ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন