পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চলতি টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে আজ নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশ উইকেটে ১৮১ রানের সৌধ গড়ে

চাপের এই ম্যাচে কোনো রান তোলার আগেই ওপেনার নাইম শেখকে হারায় বাংলাদেশ কাবুয়া মোরেয়ার বলে তিনি ক্যাচ  দেন সেসে বাউকে নাইম আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার যদিও এই ধাক্কা সামলে শেষ পর্যন্ত বোর্ডে বড় সংগ্রহ জড়ো করতে সমর্থ হয় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ ২৮ বলে ৫০, সাকিব আল হাসান ৩৭ বলে ৪৬, লিটন দাস ২৩ বলে ২৯, আফিফ হোসেন ১৪ বলে ২১ মোহাম্মদ সাইফউদ্দিন বলে ১৯ রান করেন

পিএনজির কাবুয়া মোরেয়া, ড্যামিয়েন রাভু আসাদ ভালা দুটি করে উইকেট নেন

বিগ্ৰুপের এই ম্যাচে পিএনজিকে বড় ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের পরের রাউন্ডে ওঠা সহজ হবে আজ রাতের ম্যাচে স্কটল্যান্ডের কাছে ওমান পরাজিত হলে বাংলাদেশ শুধু জিতলেই চলে যাবে পরের রাউন্ডে আর বাংলাদেশ ওমান জিতলে সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান হবে, তখন নেট রান রেট ফ্যাক্টর হয়ে উঠবে গ্ৰুপটি থেকে পরের রাউন্ডে উঠবে দুটি দল আবারগ্ৰুপ থেকেও সুপার টুয়েলভ এর টিকিট পাবে দুটি দল   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন