করোনায় প্রথমবারের মতো মৃত্যুহীন দিন ঢাকায়

৬ জনের মৃত্যু, ৩৬৮ জন শনাক্ত

বণিক বার্তা অনলাইন

করোনা মহামারীতে গত দেড় বছরে এই প্রথম রাজধানীতে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।  গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ৬ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৯১ জনে। একই সময়ে নতুন ৩৬৮ জনেরকরোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ সময় চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ ও খুলনায় ১ জন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন