নাম পাল্টাচ্ছে ফেসবুক!

বণিক বার্তা অনলাইন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নাম পরিবর্তন হতে পারে। মেটাভার্স বা পরবাস্তবজগৎ নির্মাণ চেষ্টার অংশ হিসেবে রি-ব্র্যান্ডিংয়ের জন্য এই পরিকল্পনা করেছে ফেসবুক। দ্য ভার্জের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বার্ষিক কানেক্ট সম্মেলনে নাম পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। শিগগিরই পরিকল্পনার বিষয়টি প্রকাশ হতে পারে। 

মেটাভার্স বা পরবাস্তবজগৎ নির্মাণে ইউরোপীয় ইউনিয়নে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণার পর নাম পরিবর্তনের ঘোষণা দিল ফেসবুক। গত সোমবার এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। খবরে বলা হয়, সৃজনশীল, সামাজিক এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজ করবে মেটাভার্স। আগামী পাঁচ বছরে ইউরোপে প্রযুক্তিতে দক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হবে এ প্রকল্পে।

মার্ক জাকারবার্গ আশা করছেন মেটাভার্স আগামীতে ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউরোপ ফেসবুকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়নের দক্ষ প্রকৌশলী ও কর্মীরা মেটাভার্সের সামগ্রিক রূপদানে কাজ করবেন বলে জানান তিনি।

গত সেপ্টেম্বর মেটাভার্স নির্মাণে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফেসবুক। প্রকল্পটিতে যুক্ত থাকবে রব্লক্স কর্প (আরবিএলএক্সএন) এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মতো প্রতিষ্ঠান। এটি শেষ হতে সময় লাগবে ১০-১৫ বছর। মাইক্রোসফট, রবলক্স এবং এপিকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও মেটাভার্স নিয়ে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন