এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

বণিক বার্তা অনলাইন

জাতিসংঘ বা মার্কিন নিষেধাজ্ঞা; আমলেই নিচ্ছে না কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। বার বার ভিন্ন ভিন্ন রকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা নিক্ষেপ করছে দেশটি। গতমাস থেকে শুরু করে কয়েকটি ব্যালাস্টিক, হাইপারসনিক, স্বল্প ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত ২০১৯ সালের পর ফের এ পরীক্ষা করলো উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্রটি উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি সমৃদ্ধ।

এর আগে গতকাল মঙ্গলবার পূর্ব সাগরে জাপান উপকূলের কাছে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার ওপরে উঠতে পারে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন