মার্কিন-কানাডিয়ান মিশনারিদের মুক্তিতে ১৭ মিলিয়ন ডলার দাবি

বণিক বার্তা অনলাইন

ক্যারিবীয় দেশ হাইতিতে যুক্তরাষ্ট্র ও কানাডার ১৭ মিশনারিকে অপহরণের ঘটনার পর তাদের মুক্তি দিতে ১৭ মিলিয়ন ডলার দাবি করেছে ফোর হান্ড্রেড মায়োজো নামে একটি সংঘবদ্ধ দল। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিচারমন্ত্রী লিস্ট কুইটেল। খবর সিএনএন।

মার্কিন সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, মঙ্গলবার হাইতির বিচারমন্ত্রী তাদের জানিয়েছেন, অপহৃতদের শহরের বাইরে একটি স্থানে রাখা হয়েছে। তাদের মুক্তি দিতে জনপ্রতি ১ মিলিয়ন ডলার পণ চেয়েছে ফোর হান্ড্রেড মায়োজো নামে একটি দল। 

তিনি আরো জানান, অপহৃত ১৭ আমেরিকান ও কানাডিয়ান মিশনারিকে উদ্ধারে দলটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং হাইতি পুলিশ।

গত শনিবার এতিমখানা পরিদর্শন শেষে ফেরার সময় হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্স এর বাইরে থেকে পাঁচ পুরুষ, সাত নারী এবং পাঁচ শিশুর মিশনারি দলটিকে অপহরণ করে ফোর হান্ড্রেড মায়োজো। অপহৃতরা বাসে চড়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন