চট্টগ্রামে মাল্টি-মোডাল কনটেইনার টার্মিনাল নির্মাণ

রেলের জমিতে ৩০৮ কোটি টাকা বিনিয়োগ করছে সাইফ লজিস্টিকস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ের প্রায় ২১ একর জমির ওপর মাল্টি-মোডাল কনটেইনার টার্মিনাল কাম অফ-ডক নির্মাণ করতে যাচ্ছে সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেড। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে প্রস্তাবিত কনটেইনার টার্মিনালের অবকাঠামো গড়ে তুলতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০৮ কোটি টাকা। নির্মাণ-পরবর্তী ২০ বছর মাল্টি-মোডাল কনটেইনার টার্মিনাল কাম অফ-ডকটি পরিচালনার দায়িত্ব পালন করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সাইফ লজিস্টিকস। পরবর্তী সময়ে তা বাংলাদেশ রেলওয়ের আওতাধীন কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) হস্তান্তর করা হবে।

গতকাল রাজধানীর একটি হোটেলে সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে সাইফ লজিস্টিকস সিসিবিএল। সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন সাইফ লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. তানভীর সাইফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন, সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. তানভীর সাইফ।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী বলেন, ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ের কনটেইনার কোম্পানি (সিসিবিএল) গঠনের পর থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কোম্পানিটিকে গতিশীল করতে। এরই ধারাবাহিকতায় আজ (গতকাল) সাইফ লজিস্টিকসের সঙ্গে সিসিবিএলের যৌথ পথচলা শুরু হলো। আমি সাইফ লজিস্টকস সিসিবিএল, দুই প্রতিষ্ঠানকেই অভিনন্দন জানাই। রেলওয়ের উন্নয়নে, দেশের উন্নয়নে প্রতিষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে প্রত্যাশা করি।

চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সাইফ লজিস্টিকসকে ২১ দশমিক ২৯ একর জমি হস্তান্তর করবে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত জায়গায় মাল্টি-মোডাল কনটেইনার টার্মিনাল কাম অফ-ডক নির্মাণে দুই বছর সময় পাবে সাইফ লজিস্টিকস। নির্মাণ-পরবর্তী টার্মিনাল কাম অফ-ডকের কার্যক্রম শুরুর পর বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন কোম্পানি সিসিবিএলকে ইয়ারলি ফিক্সড রয়্যালিটি হিসেবে দেড় কোটি টাকা পরিশোধ করবে সাইফ লজিস্টিকস। প্রতি তিন মাস পরপর উল্লেখিত পরিমাণ টাকা সিসিবিএলকে পরিশোধ করা হবে।

এছাড়া মান্থলি ভ্যারিয়েবল রয়্যালিটি হিসেবে টার্মিনাল থেকে প্রাপ্ত আয়ের ২১ দশমিক শতাংশ পাবে সিসিবিএল। আয়ের বাকি অংশ পাবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেড। টার্মিনাল থেকে আয়ের সব অর্থ জমা হবে সিসিবিএল সাইফ লজিস্টিকসের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে। যৌথ হিসাব থেকে মাস শেষের পরবর্তী সাতদিনের মধ্যে ওই মাসের মোট আয়ের ২১ দশমিক শতাংশ টাকা স্থানান্তর হবে সিসিবিএলের হিসাবে।

চুক্তি অনুযায়ী মাল্টি-মোডাল কনটেইনার টার্মিনাল কাম অফ-ডকটি ২০ বছর পরিচালনা করবে সাইফ লজিস্টিকস। সময় ইয়ারলি ফিক্সড মান্থলি ভ্যারিয়েবল রয়্যালিটি হিসেবে সাইফ লজিস্টিকের কাছ থেকে রেলওয়ের কোম্পানি সিসিবিএলের আয় হবে প্রায় ৭৮৯ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন