বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, ঢাকা সেনানিবাসে সোমবার একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, বাংলাদেশ আর্মড ফোর্সেস মেজর জেনারেল মাহবুবুর রহমান, এফসিপিএস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশিষ্ট বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকি, এসবিপি, বিজিবিএমএস (বার), এমপিএইচ, এমএমএড অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য-এর ওপর বক্তব্য রাখেন সভাপতি মেজর জেনারেল মাহবুবুর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি এবং ঢাকা সিএমএইচের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান, এফসিপিএস, এমফিল, এমএমএড, এমএসিপি, এফআরসিপি। শেখ রাসেল দিবস উদযাপন করল আস্থা লাইফ ইন্স্যুরেন্স : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সোমবার আস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক বৃক্ষরোপণ, এতিম শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চতুর্থ শাখা ঢাকাস্থ রহিমা টাওয়ার, বাড্ডায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুন্টেট জেনারেল (এজি) আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন