ডিবিএইচের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৭৯৬তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত বন্ডের অভিহিত মূল্য ৩০০ কোটি টাকা। মোট ইস্যুমূল্য ২৬৩ কোটি ২৪ লাখ টাকা। এটি নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড। বন্ডের ডিসকাউন্ট হার সর্বোচ্চ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনসহ অন্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা অর্থ দিয়ে গৃহঋণ খাতে প্রদান করবে ডিবিএইচ। বন্ডের প্রতি লটের অভিহিত মূল্য ৪০ লাখ টাকা। ইস্যুমূল্য ৩৫ লাখ হাজার ৮৪৬ টাকা। বন্ডের ট্রাস্টি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

চলতি ২০২১ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ডিবিএইচের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আয় হয়েছে টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৫৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে টাকা পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন