সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৫

বণিক বার্তা ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় পিকআপ ভ্যানের চাপায় মহিদ ডাকুয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে কচুয়া উপজেলার দোবাড়িয়া নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। সময় লিটু খান (৩০) হাসান হাওলাদার (৩০) নামের দুজন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মহিদ ডাকুয়া উপজেলার পালপাড়া গ্রামের এশারাত ডাকুয়ার ছেলে। আহতদের বাড়ি বাগেরহাট শহরের সোনাতলা এলাকায়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।

নাটোর: নাটোরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর থানার ওসি মুনসুর রহমান জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের বাইপাস সড়কের পিটিআই এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রাকিবুল ইসলামকে (২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের বাড়ি শহরের কান্দিভিটা বটতলা এলাকায়।

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে ভ্যান থেকে পড়ে মিজানুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুর রহিম মণ্ডলের ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে দুর্ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেরেছি। আইনি প্রক্রিয়া চলছে।

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় সফিকুল ইসলাম জনি (৩৩) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। জনি ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় শাহ সিমেন্টের একটি ট্রাক। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। ফতুল্লা মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান বলেন, ঘটনায় এখনো মামলা হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন