দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

টানা বৃষ্টি, বাতাস দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরের আউটারবার ইনারবারে অবস্থানরত ২০টি বিদেশী জাহাজের পণ্য ওঠানামা পরিবহনের কাজ সম্পূর্ণ বন্ধ আছে। বন্দর জেটির কন্টেইনার কার ইয়ার্ডের কাজ স্বাভাবিক থাকলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এসব জাহাজ মালিকরা।

তিনদিন ধরে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় গত সোমবার মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকায় নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পণ্য খালাস করে নির্দিষ্ট সময়ে বন্দর ত্যাগ করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিদেশী জাহাজ মালিকরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলোও।

মোংলা বন্দর ব্যবহারকারী এক ব্যবসায়ী জানান, কাজ বন্ধ থাকলেও কিছু প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের মজুরি দিয়ে যাচ্ছে। অন্যদিকে কিছু প্রতিষ্ঠান তাদের শ্রমিক-কর্মচারীদের মজুরি দিতে পারছে না।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, আবহাওয়া ভালো হলে পুনরায় পণ্য বোঝাই-খালাসসহ বন্দরের অন্যান্য কার্যক্রম শুরু হবে।

এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পৌর শহরসহ উপজেলার ছয়টি ইউনিয়নের বেশির ভাগ এলাকায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন