৬৪ মেগাপিক্সেলের ভিভোর নতুন ফোন টি১

বণিক বার্তা ডেস্ক

নতুন দুটি ফোন লঞ্চ করতে যাচ্ছে চীনে ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রতিষ্ঠান ভিভো। টি১ টি১এক্স মডেলের ফোন দুটি লঞ্চের আগে লাইনআপের ফিচারও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ফোন দুটি কেমন হবে, সে সম্পর্কে জানানোর পর দুটি আলাদা ছবিও প্রকাশ করেছে ভিভো। ট্রিপল ক্যামেরার সমন্বয়ে বাজারে আসবে টি১ মডেলের স্মার্টফোনটি। ডিভাইসটির ওপরের দিকে থাকছে দশমিক মিলিমিটারের অডিও জ্যাক একটি মাইক্রোফোন। ডান পাশে থাকছে ভলিউম রকার, সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংযুক্ত পাওয়ার বাটন।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ৫০০০ এমএএইচের বিশাল ব্যাটারি সংযুক্ত ফোনটির ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। ডাইমেনসিটি ৯০০ চিপের ফোনটিতে জিবি ?্যামের সঙ্গে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। কালো গ্র্যাডিয়েন্ট নীল রঙে বাজারে আসছে ফোনটি। টি১এক্স মিলবে সি সল্ট, ইরিডিসেন্ট স্টারি নাইট কালারে।

ভিভোর টি১ মডেলের স্মার্টফোনটি আইকিউওও জেড ফাইভের সাজানো সংস্করণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে টি১এক্স ফোনটি হবে আইকিউওও জেড ফাইভ এক্সের টুইকড সংস্করণ।

গিজমোচায়না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন