সার্ভারে নতুন হামলার কথা স্বীকার এসারের

বণিক বার্তা ডেস্ক

বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এসারের তাইওয়ানের সার্ভার হ্যাকারদের কবলে পড়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সার্ভারটির তথ্য হুমকির মুখে পড়েছিল। আর এসব কথা প্রাইভেসি অ্যাফেয়ার্সের কাছে স্বীকার করেছে খোদ হ্যাকার গ্রুপ ডেসোরডেন। তবে এর আগ পর্যন্ত কিছুই বুঝতে পারেনি এসার। খবর টেক রাডার।

এক বিবৃতিতে এসারের মুখপাত্র স্টিভেন চুং বলেন, সম্প্রতি আমাদের ভারতে অবস্থিত স্থানীয় বিক্রয়-পরবর্তী সেবা ব্যবস্থা তাইওয়ানের সার্ভারে হামলার বিষয়টি শনাক্ত করতে পারি। তবে তাইওয়ানে যে হামলা হয়েছে তাতে গ্রাহক-সংশ্লিষ্ট কোনো তথ্য যুক্ত ছিল না।

এসার জানিয়েছে, সাইবার হামলার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ভারত তাইওয়ান দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই অবহিত করা হয়েছে। তাছাড়া বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে এসার। তাদের পুরো সিস্টেমকে স্ক্যান করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

বিবৃতিতে এটাও জানানো হয়েছে যে এসব সাইবার হামলার কারণে তাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন