মার্কিন শিল্পোৎপাদন সাত মাসের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় বিএমডব্লিউর একটি কারখানা ছবি: রয়টার্স

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর উৎপাদন সাত মাসের মধ্যে সর্বোচ্চ কমেছে। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের সরবরাহ স্বল্পতার কারণে দেশটিতে যানবাহন উৎপাদন কমায় পরিস্থিতি তৈরি হয়েছে। সরবরাহ সংকট যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব রাখছে বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। খবর রয়টার্স।

হ্যারিকেন আইডার দীর্ঘস্থায়ী প্রভাবের ফলে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খনিগুলোতে উৎপাদন স্বল্পতা দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভের এক প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও গত মাসে দেশটিতে খুচরা বিক্রির পরিমাণ বেড়েছে, যা যানবাহনের দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে।

ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাইকেল পিয়ার্স বলেন, হ্যারিকেনের কারণে সৃষ্ট সংকট আবহাওয়াগত প্রভাব ম্লান হয়ে এসেছে। তবে শ্রমিক পণ্য সংকট এখনো খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামনের মাস প্রান্তিকগুলোতে শিল্পোৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদনের হার দশমিক শতাংশ কমেছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে যা সর্বোচ্চ হ্রাসের হার। প্রকাশিত এক সংশোধিত তথ্য অনুযায়ী দেখা যায় আগস্টে দেশটির শিল্পোৎপাদন হ্রাসের হার ছিল দশমিক শতাংশ। পূর্বে আগস্টে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন দশমিক শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। ২০২০ সালের এপ্রিলের পর এটি দ্বিতীয়বারের মতো মার্কিন শিল্প উৎপাদনে মন্দার চিত্র। ওই সময় কভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে সব ধরনের অপ্রয়োজনীয় ব্যবসায় প্রতিষ্ঠান জোরপূর্বক বন্ধ ঘোষণা করার পর এটিই পরপর দুই মাসের মতো শিল্পোৎপাদন হ্রাসের ঘটনা।

মহামারীকালীন ব্যয়গুলো পরিষেবা থেকে পণ্যতে স্থানান্তরিত হওয়ায় সরবরাহ চেইনে চাপ সৃষ্টি হয়েছে। পরে মহামারী উত্তরণকালে পুনরায় ভ্রমণ ডাইনিং আউটের মতো পরিষেবায় প্রত্যাবর্তনের সময় ডেল্টা ভ্যারিয়েন্টের দরুণ তা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। আগস্টে দশমিক শতাংশ পতনের পর সেপ্টেম্বরে গাড়ি নির্মাণ খাতে দশমিক শতাংশ পতনের সম্মুখীন হয়। বিশ্বব্যাপী সেমিন্ডাক্টরের সরবরাহ স্বল্পতা গাড়ি নির্মাণ খাতে উৎপাদন কমাতে বাধ্য করে। পাশাপাশি বন্দরগুলোতে শ্রমিক সংকটও সরবরাহ স্বল্পতায় বড় প্রভাবক হিসেবে কাজ করছে। শ্রমিক সংকটের ফলে বিভিন্ন কাঁচামালের সরবরাহ চেইনে জট স্থবির পরিস্থিতি তৈরি হয়েছে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যানবাহন সংযোজনের পরিমাণ বার্ষিক হারের তুলনায় সর্বোচ্চ কমেছে। মাসে দেশটিতে যানবাহন সংযোজনের পরিমাণ ৭৭ লাখ ৮০ হাজার ইউনিটে নেমে এসেছে। আগস্টে যানবাহন সংযোজনের পরিমাণ ছিল ৮৮ লাখ ২০ হাজার ইউনিট। সরবরাহ চেইনে সংকটের কারণে যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাণ শিল্পে উৎপাদন কমার পাশাপাশি গাড়ির ব্যবহারেও সীমাবদ্ধতার চিত্র উঠে এসেছে।

গাড়ি নির্মাণ ছাড়াও অন্যান্য শিল্প উৎপাদন কমেছে দশমিক শতাংশ। আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলবর্তী জ্বালানি উৎপাদনে দশমিক শতাংশ পয়েন্ট কমার চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে মার্কিন গাড়ি নির্মাণ শিল্প জ্বালানি পণ্য উৎপাদনে স্থবিরতার পাশাপাশি ভোক্তাপণ্য উৎপাদন দশমিক শতাংশ কমে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন