রটারডাম বন্দরে পণ্য লেনদেন ঊর্ধ্বমুখী

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রটারডাম বন্দরে পণ্যের লেনদেনের পরিমাণ ১৫ শতাংশ বেড়েছে। কভিডের বিপর্যয় কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য পুনরুদ্ধার হওয়ায় লেনদেনের পরিমাণ বেড়েছে। খবর রয়টার্স।

বছরের প্রথম নয় মাসে রটারডামে পণ্য প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় শতাংশ বেড়েছে।

বন্দরের প্রধান নির্বাহী অ্যালার্ড ক্যাস্টেলিন বলেন, পরিসংখ্যান দেখায় যে অর্থনীতি তার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে। বাড়তি চাহিদা মেটাতে কারখানা, বাণিজ্য লজিস্টিকস আবারো সমানভাবে কাজ করা শুরু করেছে।

শক্তিশালী ভোক্তা ব্যয় কনটেইনারে পণ্য পরিবহনের পরিমাণ প্রাক-কভিড স্তরে ঠেলে দিয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার অপরিশোধিত জ্বালানি তেল, তেল পণ্যের চাহিদা ইস্পাত তৈরিতে ব্যবহূত আকরিকের মতো বাল্ক পণ্যের চাহিদা বাড়িয়ে দেয়। বছরের প্রথম নয় মাসে কয়লা পরিবহন প্রায় দ্বিগুণ হয়েছে। কারণ বায়ুবিদ্যুৎ গ্যাসের সরবরাহ ইউরোপের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে যথেষ্ট ছিল না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন