আইএএফএমের উদ্যোগে নির্মিত হবে ১৩ চলচ্চিত্র

ফিচার প্রতিবেদক

চলচ্চিত্রের উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) এরই অংশ হিসেবে আগামী বছর ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে তারা।

চলতি বছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) এতে জমা পড়া ২০টি আইডিয়া থেকে ট্রিটমেন্টের যাত্রা শুরু হয়। ল্যাবের প্রশিক্ষক ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সম্মানিত সদস্য, ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার, শিক্ষক মি. জিওভানি রোবিয়ান প্রশিক্ষণ শেষে চূড়ান্ত চিত্রনাট্য রচনার জন্য ১৩টি ট্রিটমেন্ট নির্বাচন করেন। বাংলাদেশ থেকে পূর্ণদৈর্ঘ্যের কাহিনীচিত্রগুলোর চিত্রনাট্য লিখবেনপার্থ গুপ্ত, এন. রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ সন্দীপ বিশ্বাস। ভারত থেকে লিখবেন নন্দীতা পাল, সুদীপ্ত কুণ্ডু ভিবেক পোদ্দার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন