‘ঊনপঞ্চাশ বাতাস’ প্রদর্শন ও মুক্ত আলোচনা

ফিচার প্রতিবেদক

সামাজিক, সাংস্কৃতিক চলচ্চিত্র সংগঠন চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ চিপাচস-এর আয়োজনে আগামী শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ঊনপঞ্চাশ বাতাস। প্রদর্শনী শেষে থাকছে সিনেমাটির ওপর মুক্ত আলোচনা। চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ চিপাচস-এর সাধারণ সম্পাদক আসিফ রহমান সৈকত স্বাক্ষরিত এক বার্তায় কথা জানানো হয়।

ঊনপঞ্চাশ বাতাস সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। মহামারীর ভেতরই গত বছর ২৩ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ শার্লিন ফারজানা। সিনেমাটি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি এর আগেই জিতে নিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানরোমা বিভাগে সেরা চলচ্চিত্র (জুরি) পুরস্কার জেতে। এছাড়া লন্ডনে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেরা পরিচালকের পুরস্কার জেতেন সিনেমাটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন