ক্রুসেডে ব্যবহৃত তলোয়ার উদ্ধার!

বণিক বার্তা অনলাইন

ইসরাইলের হাইফায় ৯০০ বছর আগের একটি তলোয়ারের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি সেসময়ে ধর্মযুদ্ধ ক্রুসেডে ব্যবহার হয়েছিল। আজ মঙ্গলবার বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি দেশটির প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানায়। 

প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের হাইফা শহরে শলোমি কাটজিন নামের এক ব্যক্তি অগভীর পানিতে এটি খুঁজে পান। তলোয়ারটি লম্বায় ১ মিটার বা ৩ ফুট ৩ ইঞ্চি। ইসরাইলের প্রত্নতত্ব কর্তৃপক্ষ (আইএএ) বলছে, এটি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

১০৯৫ সালে জেরুজালেম দখলের উদ্দেশ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে আসে খ্রিস্টানরা। সেই ধর্মযুদ্ধ চলে ১০০ বছরের বেশি সময়। আইএএ -এর মেরিন আর্কিওলজির প্রধান শারভিতের ধারণা, কারমেল উপকূলের যেখানে তলোয়ারটি পাওয়া গেছে সেখানে ঝড়ের কবলে পড়া কোনো যুদ্ধ জাহাজ আশ্রয় নিয়ে থাকতে পারে।  

গবেষকরা বলছেন, এ ঘটনার সঙ্গে বিলীন হয়ে যাওয়া অ্যাটলিট শহরের যোগসূত্র থাকতে পারে। কারণ অ্যাটলিট শহরের কাছেই এটি উদ্ধার হয়েছে। হতে পারে এটি কোনো ক্রুসেডারের পরিত্যক্ত অস্ত্র। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন