ঘরে ঘরে পোলিও টিকা খাওয়ানোর ব্যাপারে তালেবানদের সম্মতি

বণিক বার্তা অনলাইন

স্বাস্থাকর্মীরা আগামী মাস থেকে আফগানিস্তানের ঘরে ঘরে পোলিও টিকা খাওয়াতে পারবেন

 আফগানিস্তানের নতুন তালেবান সরকার বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)   ইউনিসেফকে ব্যাপারে সার্বিক সহযোগিতা দিতে সম্মত হয়েছে গতকাল সোমবার দুই সংস্থার এক যুক্ত বিবৃতিতে তারা বলে, আফগানিস্তান জুড়ে ঘরে ঘরে পোলিও টিকা কর্মসূচি পুনরায় চালুর ব্যাপারে তালেবান নেতাদের সমর্থন সহযোগিতার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ

কয়েক দশকের প্রচেষ্টায় পোলিও বিশ্বজুড়েই নির্মূলের পথে তবে নিরাপত্তাহীনতা, দুর্গম অঞ্চল, বাস্তুচ্যুতিসহ নানা কারণে আফগানিস্তান প্রতিবেশি দেশ পাকিস্তানের অনেক এলাকায় এখনও নিরাময়যোগ্য রোগের টিকা প্রদানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি

বিবৃতিতে বলা হয়, দেশটিতে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় পোলিও নির্মূল কার্যক্রমে এটি একটি দারুণ সুযোগ সীমান্তবর্তী অঞ্চলগুলো যেখানে প্রতিবেশি দেশের সাথে পারাপার রয়েছে সেসব জায়গায় কার্যক্রম জোরদার করা হবে এতে দুদেশেরই ঝুঁকি কমবে

তিনবছর পর আফগানিস্তানের শিশুদের জন্য কার্যক্রম আগামী নভেম্বর শুরু হতে যাচ্ছে প্রত্যন্ত দুর্গম এলাকার ৩০ লাখ শিশুকে কার্যক্রমের আওতায় আনা হয়েছে ইউনিসেফের আফগানিস্তান প্রতিনিধি হার্ভে লুডোভিচ বলেছেন, এই সিদ্ধান্তের ফলে পোলিও নির্মূলে বড় ধরণের অগ্রগতি সাধন করা সম্ভব হবে

দ্বিতীয় দফার টিকা ক্যাম্পেইনে সহযোগিতার সম্মতি দিয়েছে পাকিস্তানও, যেটি ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন