পকেট এডিশনের পাওয়ার ব্যাংক আনল শাওমি

বণিক বার্তা ডেস্ক

চীনের বাজারে কম্প্যাক্ট ডিজাইনের নতুন পাওয়ার ব্যাংক লঞ্চ করেছে শাওমি। নতুন এই গ্যাজেটটির নাম দেয়া হয়েছে পাওয়ার ব্যাংক পকেট এডিশন প্রো।

নতুন এই পাওয়ার ব্যাংকে ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি ব্যবহার করেছে শাওমি। মিলবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা দিয়ে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ এবং ভিডিও কনসোলও চার্জ করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, শাওমির এই গ্যাজেটটি এতটাই ছোট যে, পকেটে নিয়ে অনায়াসে ঘোরা যাবে।

গ্যাজেটটিতে থাকছে দুটি ইউএসবি টাইপ-, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি পোর্ট। এর বাহ্যিক বডি স্ট্রাকচার পিসি প্লাস এবিএস দিয়ে তৈরি। পোর্টেবল চার্জারটি ইউএসবি পিডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর রিটেল বক্সে থাকবে ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ- কানেক্টেড টু ইন ওয়ান কেবল।

নীল কালো রঙে পাওয়া যাবে পাওয়ার ব্যাংক পকেট এডিশন প্রো। গ্যাজেটটির ওজন ২১৩ গ্রাম, মিলবে ১০৫X৫৫.X২৫. মিলিমিটাই সাইজে। চীনের বাজারে এটি মিলছে ১৯৯ ইউয়ান মূল্যে। বিশ্ববাজারে গ্যাজেটটি ভিন্ন নামে উন্মুক্ত হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন