আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক

বণিক বার্তা প্রতিনিধি, ভালুকা

ময়মনসিংহের ভালুকায় কারেন্ট পোকা আক্রান্ত ধানক্ষেত ছবি: নিজস্ব আলোকচিত্রী

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামের আমন ক্ষেতে কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে। এছাড়া ব্যাকটেরিয়াজনিত (বিএলবি) পাতা মোড়া রোগে মরে যাচ্ছে ধান। আক্রান্ত হয়েছে প্রায় ২৫-৩০ একর জমি। দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা। পোকার আক্রমণ পাতা মরা রোগ দমনে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

গতকাল দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের কয়েকটি ক্ষেত ঘুরে আক্রান্ত আবাদি জমি চোখে পড়েছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে জমির ধান পেকে সোনালি রঙ ধারণ করেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিএলবির আক্রমণে ধানগাছের পাতায় ফ্যাকাশে হলদে রঙ ধারণ করেছে। পাশাপাশি কারেন্ট পোকা ধানের গোড়ার রস চুষে খেয়ে ফেলায় গাছ মরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনাখালী গ্রামের বাসিন্দা কৃষক আহাম্মদ আলীর দুই কাঠা জমির ধান মরে গেছে। ১০ হাজার টাকা খরচ করে ১১ কাঠা জমিতে রঞ্জিত জাতের আমন আবাদ করেছিলেন কৃষক নুর মোহাম্মদ। আবাদি জমিতে কারেন্ট পোকার আক্রমণে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয়দের পরামর্শে জমিতে কীটনাশক দিয়েছেন। তার পরও ঘরে ধান তুলতে পারবেন কিনা, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আরেক কৃষক পান্না আলী নিজের আবাদ করা চার কাঠা জমিসহ ইউনিয়নের প্রায় ২৫-৩০ একর জমিতে কীটনাশক দিয়েছেন। এমন ক্ষতির সম্মুখীন হয়েছেন গ্রামের অন্যান্য কৃষকও।

সোনাখালী গ্রামসহ কারেন্ট পোকা বিএলবির সংক্রমণ দেখা দিয়েছে উপজেলার হবিরবাড়ী, পাড়াগাঁও, উথুরা, চামীয়াদী, ভয়াভহ, পাঁচগাঁও, চানপুর, আঙ্গার গারা, ডাকাতিয়া, হিজলি পাড়ায়। পোকা ব্যাকটেরিয়াজনিত রোগ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন