আট কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। এগুলো হলো সিঙ্গার বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, তাওফিকা ফুডস, এমজেএল বাংলাদেশ, ডরিন পাওয়ার বাংলাদেশ ল্যাম্পস। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য কোম্পানিগুলোর মধ্যে পাঁচটি কোম্পানির ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে। এগুলো হলো তিতাস গ্যাস, তাওফিকা ফুডস, এমজেএল বাংলাদেশ, ডরিন পাওয়ার বিডি ল্যাম্পস। পর্ষদ সভা থেকে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে এসব কোম্পানি।এছাড়া বাকি কোম্পানিগুলো তাদের প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করবে। এর মধ্যে বিডি ল্যাম্পস নিরীক্ষিত প্রতিবেদনের পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ পর্যালোচনা করবে। অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বিডি, হাইডেলবার্গ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন